আমদানি বা রপ্তানির ক্ষেত্রে আমরা অনেকেই জানিনা যে অল্প পরিমাণ পণ্যও ইমপোর্ট বা এক্সপোর্ট করা যায়। এক্ষেত্রে একটা টার্ম ব্যবহার হয়। এটাকে বলে LCL বা Less Container Load বা less than a container load.
মনে করুন আপনি যে পরিমাণ পণ্য ইমপোর্ট বা এক্সপোর্ট করতে চাচ্ছেন তাতে পুরো কনটেইনার প্রয়োজন নেই। এক্ষেত্রে কি বিজনেস বন্ধ করে দেবেন? কোন দরকার নেই। আপনি LCL-এ পণ্য শিপমেন্ট করতে পারেন। আর এটি এল.সির মাধ্যমে করা সম্ভব।
আর যখন আমরা পুরো কন্টেইনারে করে পণ্য শিপমেন্ট করি সেটাকে বলি FCL বা Full Container Load.
LCL এ শিপমেন্ট এর জন্য পণ্যের Volume হিসেবে Sea Freight দিতে হয়। মনে করুন আপনি যে পরিমাণ পণ্য শিপমেন্ট করবেন তা 1 CBM (Cubic Meter) পরিমাণ জায়গা দখল করেছে। তাহলে আপনাকে শুধু এতোটুকু পরিমাণ স্পেসের জন্য ফ্রেইট দিতে হবে।
LCL এ Sea Freight সাধারণত FCL এর চেয়ে বেশি হয়।