বিদেশে বাংলাদেশি ফলের বিলিয়ন ডলারের মার্কেটের হাতছানি !
আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত ফলের মাঝে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা ইত্যাদি অন্যতম! প্রতি বছর এসব ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়! এসব ফলের বাজার বিশাল। দুবাইতে ৫০০ গ্রামের এক ক্যান তালের শাঁসের দাম ৭-৯ ডলার! হাফ কেজি টিনজাত কাঁঠালের কোয়ার দাম আরও বেশি! এসব ফল মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয়!
কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ সেই মার্কেটে ১০ মিলিয়ন ডলারও ব্যাবসা করতে পারেনা! কিন্তু মাল্টি বিলিয়ন ডলারের এই মার্কেট মূলত ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নিয়ন্ত্রণ করে!
সৃষ্টিকর্তা দুনিয়ার একটা অংশকে বাংলাদেশের উপর নির্ভরশীল বানানোর মতো আয়োজন দিয়ে রেখেছে। আমরা সেটার ন্যূনতম ইউজ করছিনা! রাসায়নিক স্যারের এত অত্যাচারের পরেও এদেশের মাটিতে ১২ মাসে তিনবার ধানের মতো হাই-ক্রপ ফলে! একটা দেশের প্রায় ৯০% ভূমি বিশ্বের মাঝে শ্রেষ্ঠতম উর্বর! একবার চিন্তা করে দেখুন! এক কৃষি এবং খাদ্যপন্য দিয়ে দুনিয়াতে আমরা কি দাপট দেখাতে পারি!
তারপরও আশার বিষয় হচ্ছে এইখাতে অনেকেই এগিয়ে আসছে।সঠিক জ্ঞান ও সহযোগিতা পেলে এখাতেও উন্নতি করা সম্ভব।