একটা মিশ্র অনুভূতি নিয়ে লিখছি ! ২০২১-২২ অর্থবছরে আমাদের রেকর্ড রপ্তানী আয় হয়েছে ! অংকে ৫২.০৮ বিলিয়ন ডলার !! এর আগে সর্বোচ্চ রপ্তানী ছিল ২০১৮-১৯ সালে ৪০.৫৩ বিলিয়ন ডলার । বিশ্বজুড়ে মহামারি, যুদ্ধ এর মাঝেও এই অর্জন অসামান্য !
এবার বলি, মিশ্র অনুভূতি কেন হচ্ছে । দেখেন, এই যে রেকর্ড রপ্তানী হলো আমাদের, তার ৮১ শতাংশই কেবল মাত্র একটি খাত থেকে । হ্যাঁ, ঠিকই ধরেছেন, তৈরী পোশাক খাতই সবচেয়ে বৃহৎ কন্ট্রিবিউটর । আমরা ৭০০ এর উপরে পণ্য রপ্তানী করি ২০০ এরও অধিক দেশে, অথচ বাকী সব পণ্য মিলে মাত্র ১৯ শতাংশ কন্ট্রিবিউশন ! এটা একটা চিন্তার জায়গা । কেন ? সেটা পরে বলছি ।
মিশ্র অনুভূতির আরেকটা কারণ আমরা যেমন রপ্তানীর রেকর্ড গড়েছি তেমনি আমাদের আমদানীও রেকর্ড ছুয়েছে ! চিন্তা করতে পারেন, ৮০ বিলিয়ন ডলার প্রায় ! তার মানে হলো বিরাট অংকের বাণিজ্য ঘাটতি তৈরী হয়েছে আমাদের, যেটা অংকে প্রায় ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি ! এটা কোনো ভাবেই ভালো খবর না । এতে রিজার্ভের উপর চাপ বাড়ে ।
এখন আন্তর্জাতিক বাজারে জিনিস পত্রের দাম বাড়ছে, কাজেই আমদানীর পরিমাণ যদি একই থাকে তারপরও দাম বৃদ্ধির কারণে মূল্য পরিশোধ করতে হচ্ছে বেশি । কিন্তু আমরা যখন রপ্তানী করছি তখন কিন্তু বায়াররা আমাদের সঠিক মূল্য দিচ্ছেনা । ওরা নানা অযুহাতে প্রাইস বার্গেন করছে । এমনকি কাঁচা মালের মূল্য বৃদ্ধির পরও খুব কম তৈরী পোশাক রপ্তানীকারী প্রতিষ্ঠান প্রাইস এডজাস্টমেন্ট করতে পারছে । সামনে এই বার্গেন যে কমবে তার কোনো সম্ভবনা নাই । বরং বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ আমেরিকায় যে উচ্চহারে ইনফ্লেশন হইছে, তাতে করে এই অর্থবছরে নতুন অর্ডারের পরিমাণ ঠিক থাকবে তো ?
ভিয়েতনাম আমাদের তৈরী পোশাক রপ্তানীর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী । ২০২১ সালে ভিয়েতনাম ৩৩৬ বিলিয়ন ডলার রপ্তানী করে । তার মাঝে তাদের তৈরী পোশাক খাত থেকে রপ্তানী হয় ৩৩ বিলিয়ন ডলার । ফোন বিক্রী থেকে রপ্তানী আয় হয় ৫৭ বিলিয়ন ডলার । ইলেকট্রনিকস থেকে আসে ৫১ বিলিয়ন ডলার, মেশিনারী ইক্যুইপমেন্টস ৩৮ বিলিয়ন ডলার, জুতা রপ্তানী থেকে ১৭ বিলিয়ন ডলার, টিম্বার থেকে ১৫ বিলিয়ন ডলার, আয়রন এবং স্টিল থেকে ১১.৭৫ বিলিয়ন ডলার, মোটর পার্টস থেকে ১০.৬৯ বিলিয়ন, সি-ফুড ৮.৮৯ থেকে আসে বিলিয়ন ডলার ।
একটু ভালো করে খেয়াল করেন, ওদের এক্সপোর্ট এর কত ডাইভারসিটি । এখন কোনো কারণে একটা খাত সমস্যায় পড়লেও অন্য খাত গুলো ঠিকই টেনে নিয়ে যেতে পারবে । অথচ আমাদের এক্সপোর্ট এর ৮১ শতাংশই তৈরী পোশাক খাত নির্ভর । এখানেই চিন্তা ।
যাই হোক আমদানী নির্ভরতা কমানোর উপায় খুঁজতে হবে আমাদের । যদিও বিষয়টা খুব সহজনা । তাই বলে এক্সপোর্ট এর ৫০ বিলিয়ন অতিক্রম করার অর্জন মোটেই ফেলনা না , যখন জানবেন এর ৪২ বিলিয়নই এসেছে কেবল মাত্র তৈরী পোশাক খাত থেকে । এই খাতের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ।
অর্থবছর রপ্তানী আয় (ডলার)
২০২১-২২ ৫২.০৮ বিলিয়ন
২০২০-২১ ৩৮.৭৫ বিলিয়ন
২০১৯-২০ ৩৪.৬৭ বিলিয়ন
২০১৮-১৯ ৪০.৫৩ বিলিয়ন